বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদীস আল্লামা আলী উসমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ প্রমুখ।

সড়ক ও জনপথ ঠিকাদার সমিতি : সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম আঞ্চলিক শাখা ঠিকাদার সমিতির ইফতার মাহফিল গত মঙ্গলবার সড়ক বিভাগের অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ঠিকাদার সমিতির প্রেসিডেন্ট ইউনুস চৌধুরী হাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমেদ মেজবাহ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী মো. আরেফিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ, সহসভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্না, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন, সাবেক কাউন্সিলর সালাহ উদ্দিন কাইছার লাবু, দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদার সমিতির সভাপতি আইনুল কবির, সহসাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, মো. ইমরান, জাহেদুল আলম জাকু, আসিফুল হক জিকু, মো. আলভি, খলিলুর রহমান, ইকবাল হোসেন জিসান, আকিব নেওয়াজ, সৈয়দ আবুল বশর প্রমুখ।

আরব আমিরাত প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদ : সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত সোমবার দুবাই ব্লু সেলসিয়া রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিউল আলমের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাসান রেজা আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী। উপস্থিত ছিলেন মোহাম্মদ জাফর, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আরমান হোসেন, মোহাম্মদ সাকিব, মেহাম্মদ টিপু, সাইফুল করিম প্রমুখ।

আলোচনা শেষে মো. ওসমান গণিকে সভাপতি, মোহাম্মদ শফিউল আলমকে সাধারণ সম্পাদক, এসএম আব্দুল মাবুদকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা ফজলুল কবির চৌধুরীকে প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারকে উপদেষ্টা করে প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের আংশিক কমিটির গঠন করা হয়।

সড়াইপাড়া ১২ নং ওয়ার্ড পশ্চিম পেশাজীবী ইউনিট : জামায়েত ইসলামী সড়াইপাড়া ১২ নং ওয়ার্ড পশ্চিম মৌসুমী আবাসিক এলাকা পেশাজিবী ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন করেন ইউনিটের সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দীন। প্রধান মেহমান ছিলেন জামায়েত ইসলামী পাহাড়তলী থানার সেক্রেটারি মো. আহসান উলাহ। বিশেষ মেহমান ছিলেন ওয়ার্ড সেক্রেটারি সাইমন উদ্দিন। দার্স পেশ করেন ওয়ার্ড পশ্চিমের সভাপতি মাসুদুল করিম। উপস্থিত ছিলেন মৌসুমি আবাসিক এলাকার উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল নুর, সহ সভাপতি আব্দুল মান্নান,পেশাজীবি ইউনিটের সাধারণ সম্পাদক কায়সার সহেল, মো. রিদওয়ান, সোহাগ, মাঈন উদ্দীন, ইমরান, হুসাইন, রাশাদুল, ইসলাম শামসুদ্দিন আব্দুল হান্নান, জাহেদ, স্বপন মাস্টার, জহির আহমেদ, আবু মুসা, নিজাম উদ্দিন প্রমুখ।

জুনিয়র ব্লাড ফাউন্ডেশন : রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার খন্দকারপাড়ায় জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি উপজেলা ভাইস প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন সরোয়ার। উপস্থিত ছিলেন খন্দকার ইউসুফ মাস্টার, মীর মোরশেদ, মোহাম্মদ ওয়াহিদ সাদেক, মোহাম্মদ ওসমান, আব্দুল্লাহ আল আরমান, ইব্রাহিম নাহিম, মাহি ইমন শাওন প্রমুখ।

পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন : পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত চাইল্ড ফেয়ার একাডেমী অ্যান্ড হাই স্কুলের সার্বিক সহযোগিতায় স্কুলের হল রুমে গত ১৭ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এম.এন হুছাইন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনিকা সরওয়ার। অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কানিকা সুলতানা, হাফেজ জামশেদ আলম।

আবাসিক হোটেল মালিক সমিতি : চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গত ১৭ মার্চ নগরীর একটি হোটেলে সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. নুরুল কবিরের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আল আযাহারী, চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. আবছার হাসান চৌধুরী জসিম। বক্তব্য রাখেন সহসভাপতি মো. ইয়াকুব, লায়ন মো. নুরুল আবছার, অধ্যক্ষ আ..ম আবদুশ শাকুর, জিয়াউর রহমান, লায়ন মো. মাহতাব উদ্দীন, শফিউল আজম, মো. রফিক উদ্দীন, হারুন উর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধঅর্ধ ডজন হত্যা মামলার আসামি, ১০ বছর পর গ্রেপ্তার