বিভিন্ন বিহারে কঠিন চীবর দানোৎসব

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী নালন্দা বিহার : কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার নালন্দা বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। হাটহাজারী মির্জাপুর গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শাসনানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুদ্রপুর ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথের। উদ্বোধন করেন অধ্যক্ষ সাধনানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব বিপুল সেন মহাথের, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন এবং অধ্যক্ষ ড. দেবপ্রিয় মহাথের। বক্তব্য রাখেন বরইছড়ি নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, রাজু কান্তি বড়ুয়া এবং স্বপন কুমার বড়ুয়া।
হাইদচকিয়া শান্তিধাম বিহার : ফটিকছড়ি উপজেলাধীন হাইদচকিয়া শান্তিধাম বিহারে চীবর দানোৎসব উদযাপিত হয়। দিনব্যাপী কর্মসূিচতে ছিল সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, কল্পতরু দান বুদ্ধ পূজা, সীবলী পূজা ও কঠিন চীবর দান সভা।এতে সভাপতিত্ব করেন মির্জাপুর গৌতম আশ্রম বিহারের অধ্যক্ষ শাসনানন্দ মহাথের।
প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব অধ্যক্ষ বিপুলসেন মহাথের। উদ্বোধক ছিলেন শান্তিধাম বিহারের অধ্যক্ষ আর্যমিত্র মহাথের। স্বাগত বক্তব্য রাখেন শান্তিধাম বিহার কমিটির সভাপতি সৈকত বড়ুয়া টিটু। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শান্তিধাম বিহার কমিটির সাধারণ সম্পাদক পবন বড়ুয়া পংকজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রকৌশলী প্রবেশ চন্দ্র বড়ুয়া রাশু ও অধ্যাপিকা সুপ্রভা বড়ুয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চীবরদান উদযাপন কমিটির আহবায়ক প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন কান্টু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পবন বড়ুয়া পংকজ ও নান্টু বড়ুয়া ইমন।
দক্ষিণ শাহমিরপুর বড়গাং বিহার : কর্ণফুলী থানার দক্ষিণ শাহমিরপুর লিচুতলা এলাকায় কেপিজেড সংলগ্ন বড়গাং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান গতকাল সোমবার কল্যাণ মিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন চন্দ্রকীর্তি মহাস্থবির। বিশেষ ধর্মালোচক ছিলেন বিজয়ানন্দ মহাস্থবির, সাধনা জ্যোতি মহাস্থবির, শান্ত জ্যোতি মহাস্থবির, জ্ঞান রক্ষিত মহাস্থবির, ধর্মকীর্তি মহাস্থবির ও আনন্দ বৌধি ভিক্ষু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফেব্রিক্স রাসায়নিকসহ ৫০ লট পণ্যের নিলাম ৩০ অক্টোবর
পরবর্তী নিবন্ধসিত্রাং মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর