বিভিন্ন প্রতিষ্ঠানকে এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা

ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফিসহ এক লাখ ১৬ হজার ৪৪৯ টাকা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত পৃথক দুটি অভিযানে এ টাকা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সদরঘাট রোডে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং পথচারীর চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচ জনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেঙে অপর অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪৩ হাজার টাকা, আয়কর বাবদ ৩০ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৬ হাজার ৪৪৯ টাকা আদায় করা হয়। এই সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই আদালত চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় তিন ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার পর ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধসব বাতি জ্বলল পদ্মা সেতুতে