বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগের আনন্দ মিছিল

নতুন কমিটি

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:০৪ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলী থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে স্বাগত জানিয়ে সভাপতি সাজিদ হোসেন স্বাক্ষর ও সাধারণ সম্পাদক কাজী রবিউল ইসলাম ফাহাদের নেতৃত্বে গতকাল বিকেল ৩টায় পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেটের সামনে থেকে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি প্রান্ত চৌধুরী সাধিন, আবু নাছের লিটন, ইমাম উদ্দিন রিগান, মেহেদী হাসান শাওন, আরিফুল ইসলাম পিয়াল, সুলতানুল আরেফিন হৃদয়, তুষার বাবু, মো. শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম সাগর, আরিফুল ইসলাম সজিব, শওকত আকবর শান্ত, কাজী শাকিল ইয়াসিন, ইন্দ্রজিত ভট্টাচার্য, পল্লব নাথ, এস এম তালুকাদর সাদমান, মো. সোহেল খান, আরফাত হোসেন, মো. নাছির উদ্দিন প্রমুখ।

মোহরা ওয়ার্ড ছাত্রলীগ : ছাত্রলীগ ৫ নম্বর মোহরা ওয়ার্ড শাখার উদ্যোগে নবগঠিত কমিটির সভাপতি আরাফাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ খানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল মৌলভী বাজার থেকে বের হয়। মিছিলটি কামাল বাজার কাজির হাট-কাপ্তাই রাস্তার মাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভী বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আরাফাত হোসেন চৌধুরী ফরহাদের সঞ্চালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন চন্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মো. ফরহাদ খান, ইকবাল, আবু সাহেদ, রাহুল দাশ, ওমর ফারুক জিলান, জাহেদ হাসান, কুতুব উদ্দিন, মো. নোমান, জিসান, রফিক, রিফাত চৌধুরী, আসিফ জিলানী, রবিন, আদিল, আবরার আলী আজান, আজিজ রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে তেলের দোকানে আগুন
পরবর্তী নিবন্ধ৫ টাকার ওষুধ ১৫ টাকা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা