বিভিন্ন উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার জাতীয় যুব দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রশিক্ষিত যুবকদের সনদপত্র, ভাতা যুবঋণ বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, কেশব কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেশমী চাকমা, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মাসুম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন। নাজমুন হাসানের সঞ্চালনায় সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে যুুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব উদ্যোক্তদের ঋণ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান। এ সময় উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধানগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ যুব সংগঠক, যুব সংগঠন, যুবকর্মীসহ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘বিতর্ক শিক্ষার্থীদের অন্যায় থেকে দূরে রাখে’
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা রোধে আইন মানার সংস্কৃতি গড়তে হবে