বিভিন্ন উপজেলায় তারুণ্যের উৎসব

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা : চন্দনাইশ প্রতিনিধি জানান, ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’শ্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী প্রমুখ।

পটিয়া উপজেলা : পটিয়া প্রতিনিধি জানান, তারুণ্যের শক্তি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’স্লোগানে দেশব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি ঢাক ঢোল বাজিয়ে উপজেলা পরিষদের সম্মুখ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। র‌্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাহাবউদ্দিন, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, সহকারী তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, চট্টগ্রাম জেলা ছাত্র সমন্বয়ক রিদওয়ান সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নাছির উদ্দিন, মিশকাত আহমদ, সাংবাদিক শফিউল আজম, মো: মারুফ।

বাঁশখালী উপজেলা : বাঁশখালী প্রতিনিধি জানান, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও কাবাডি খেলা অনুষ্টিত হয়। বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে অনুষ্ঠিত র‌্যালি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পরিষদে ফিরে আসে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের নেতৃত্বে র‌্যালিতে এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন, থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, পৌরসভার প্রধান নির্বাহী মোঃ তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল করিম, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, বাঁশখালী সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ, অধ্যাপক কমরুদ্দিন আহমেদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, ইউআরসির কর্মকর্তা সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক ও সঙ্গীত শিল্পী প্রনব সিকদার, মোঃ জাফর ইকবাল, বিটুরাজ বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে
পরবর্তী নিবন্ধশ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই