মানবাধিকার ফাউন্ডেশন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া মরিয়মনগর ইউনিয়নের ফরাশ পাড়ায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ও গাউছিয়া লুৎফর নূর সুন্নীয়া মাদ্রাসা হেফজখানায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী ও পুরস্কার এবং কোরআনে হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। লায়ন মো. আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. সাজ্জাদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ। হাফেজদের পাগড়ি পড়িয়ে দেন আল্লামা নাজমুল হোসাইন নঈমী। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাসেম, মরিয়ম নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সাবেক চেয়ারম্যান আজিজুল হক, মোস্তফা আল কাদেরী। শিক্ষক মো. মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমাম হোসেন, নুরুল ইসলাম আজাদ, মো. ইসমাইল, খয়রাত হোসেন প্রমুখ।
ফেনী জেলা সমিতি-চট্টগ্রাম : ফেনী জেলা সমিতি-চট্টগ্রামের উদ্যোগে সমিতির অফিসগৃহ ’ফেনী ভবন’ এ এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার, যোবায়ের আলম। সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ. কে.এম. জামাল উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন মিলন, অ্যাডভোকেট আবদুল হক, মো. কামরুল মোর্শেদ তমাল, এস.এম. সাইফুল ইসলাম, জিন্নাহ চৌধুরী, ড. এ.কে.এম. সামছু উদ্দিন আজাদ, আবু তালেব ভ্থঁঞা, অ্যাডভোকেট মো. জাফর হায়দার, কাজী সাবিরা সুলতানা, মো. আবদুল গনি, মো. আমির হোসেন, মো. গোলাম ফারুক, আবু জাফর মো. ছালেহ, শামীম আহাম্মদ সিদ্দিকী, আবুল কালাম ভূইয়া প্রমুখ। প্রধান অতিথি সমিতির এই মহতি উদ্যোগের ভুঁয়সী প্রশংসা করেন। তিনি সমিতির ভবিষ্যত উন্নতি ও অগ্রগতির সাথে সাথে সকল আজীবন সদস্যগনকে ঐক্যবদ্ধভাবে আরও সামাজিক কর্মকান্ডে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
রেড ক্রিসেন্ট : ৫ জানুয়ারি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে নগরীর মুরাদপুর এলাকায় প্রিিতবন্ধী, শিশু ও অসহায়দের মাঝে গত ৫ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ শফিউল আজম। যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান প্রমুখ।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর পুইছড়ি বনবিট ও জলদী বন্যপ্রাণী অভয়ারন্য রেঞ্জ অফিসে স্বেচ্ছাসেবী সংগঠন কনিকার উদ্যোগে মঙ্গলবার বন পাহারাদল, সিপিজি, ভিলেজার উপকার ভোগীসহ সাধারন জনগণের মাঝে কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। কনিকা রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের সিপিজি সদস্য, ভিলেজার ও পুইঁছুড়ি ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা (সদর) দিপান্বীতা ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, আবছার উদ্দিন চৌধুরী জান্টু, সাইফুল্লাহ মনির, ইঞ্জিনিয়ার মো. সায়েম, মো. ফখরুল ইসলাম প্রমুখ। বক্তারা শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।
পটিয়া বৌদ্ধ বিহার : পটিয়া প্রতিনিধি জানান,পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পে পটিয়া সদরস্থ মণীন্দ্র লাল বড়ুয়া ও মিনা বড়ুয়ার পরিবারের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সুচক্রদন্ডী বৌদ্ধ বিহারে মণীন্দ্র সদনের পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ড,সংঘপ্রিয় মহাথেরো, রিংকু বড়ুয়া বুলি, পরিতোষ বড়ুয়া খোকন, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, ইন্দ্রসেন বড়ুয়া, অক্ষয়ানন্দ ভিক্ষু, বুদ্ধসেবক ভিক্ষু, প্রিয়পাল ভিক্ষু, শুভ, সুপ্ত, সাম্য প্রমুখ।