বিএনপির মানববন্ধনে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ

| শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হামলা, ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা এবং ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ এ মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি করেন। নেতৃবৃন্দ এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলা, গ্রেপ্তার ও মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজীবনের সর্বক্ষেত্রে রাসূলের (সা.) জীবনাদর্শ অনুসরণ করতে হবে
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ