বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

 

কাউন্সিলর রুমকি সেনগুপ্ত : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে নগরীর চকবাজার ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে গত ২১ জানুয়ারি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এসএম শফিকুল আলম, মো. নিজাম উদ্দিন, এইচ এম এরশাদ জনি, শাহ মুহাম্মদ নাফিজ ইমতিয়াজ সানজু, মজিবুর রহমান রাসেল, অপুর ধর, অমিত দাশ, রুবেশ দাশ প্রমুখ। অনুষ্ঠানে চকবাজার ওয়ার্ডের প্রায় ৫০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন : ‘শীতার্তদের পাশে দাঁড়ায়, উষ্ণতা ছড়ায়’ এ প্রতিপাদ্যে দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গতকাল শনিবার চান্দগাঁও কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মুহাম্মদ শফিউল আলম, ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, আলহাজ্ব মুহাম্মদ ইয়াকুব আলী, মুহাম্মদ বদিউল আলম সাইফু, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন। প্রধান অতিথি শীতার্তদের সাহায্য করাই মানবতার সেবা। তিনি দৃষ্টিকোণ ব্লাড ব্যাংকের তরুণদের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

বিএইচবিএফসি : বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) উদ্যোগে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামে মুজিববর্ষের শুভেচ্ছা উপহারস্বরূপ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। তিনি সামাজিক দায়বদ্ধতায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ভূমিকা ও ইতিপূর্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৬০০ গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।অনুষ্ঠানে নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলা, বিএইবিএফসি চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ, কাউন্সিলর মো. ইসমাইলসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনন্য বাংলাদেশ :স্বেচ্ছাসেবী সংগঠন অনন্য বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের প্রথম দিন গরিব উল্লাহ শাহ হাউজিং সোসাইটি সংলগ্ন ইলমুল কোরআন এতিমখানায় এবং দ্বিতীয় দিন সাতকানিয়ার কাঞ্চনায় মথুরাডেংগা জামে মসজিদ সংলগ্ন হেফজখানার ছাত্রদের মাঝে ও এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সমপ্রতি শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দীন, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রশিদুল হাসান চঞ্চল, মোহাম্মদ মোর্শেদুল হক, মোহাম্মদ সারওয়ার জাহান রাসেল, নাসির উদ্দিন সিদ্দিকী, আলী আব্বাস, খাইরুল আবেদিন রনি, জয়নাল আবেদিন, মাকসুদুর রহমান, মোহাম্মদ সাফকাতুর রহমান প্রমুখ।

চকবাজার ওয়ার্ড : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সহযোগিতায় মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে নগরীর চকবাজার ওয়ার্ডে গত ২১ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসএম শফিকুল আলম, মো. নিজাম উদ্দিন, এইচ এম এরশাদ জনি, শাহ মুহাম্মদ নাফিজ ইমতিয়াজ সানজু, মুজিবুর রহমান রাসেল, অপু ধর, অমিত দাশ, রুবেশ দাশ প্রমুখ। এতে ওয়ার্ডের প্রায় ৫০০ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকাজী খোদাদাদ চৌধুরী
পরবর্তী নিবন্ধশঙ্খ নদীর ভাঙ্গনের কবলে শত বছরের পুরানো মসজিদ