পতেঙ্গা আউটার লিংক রোডের বিভাজকের সঙ্গে পাজেরো গাড়ির ধাক্কা লেগে এক বিদেশি নারী শিক্ষার্থী (২৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত সোমবার রাত ১টার দিকে লিংক রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী লাউসের নাগরিক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী বলে জানা গেছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজাদীকে বলেন, মধ্যরাতে সড়ক বিভাজকের সঙ্গে একটি পাজেরো গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত দুজন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, পাজেরো গাড়িটির সামনের চাকা ব্লাস্ট হওয়ার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে ধাক্কা লাগে বলে ধারণা করছি। নিহত ওই বিদেশি শিক্ষার্থী ছাড়া অন্য দুজন বাংলাদেশি। তারা সম্পর্কে ভাই–বোন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।