বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালকের অপসারণ দাবিতে ৫ মার্চ মানববন্ধন

| রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সের অপসারণ দাবিতে আগামী ৫ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে ৪৬টি বেসিক ইউনিয়নের প্রতিনিধি ও শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল বিকাল ৩টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছার সভাপতিত্বে ফেডারেশনের বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে ৪৬টি বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, পক্ষপাত দোষে অভিযুক্ত শ্রম পরিচালককে অবিলম্বে প্রত্যাহার না করলে ৫ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, প্রচার সম্পাদক আবদুস সবুর, মো. ইলিয়াছ, জহির উল্লাহ, আবুল খায়ের, মো. ইউসুফ, খোরশেদ আলম প্রমুখ।

কামাল উদ্দিন, নুরুল ইসলাম, শাহ জাহান, আইয়ুব উল্লাহ ভূঁইয়া, সাইফুল ইসলাম শাহীন, মো. শফি, নজরুল ইসলাম, মো. বখতেয়ার, হোসেন আহমদ, মো. হারুন, খলিলুর রহমান, মো. হাসান, শহিদুল ইসলাম, ফরিদ আহমদ, মো. ইয়াকুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুয়াইশ জানালী হামদু শাহ সুন্নীয়া মাদ্রাসার সভা
পরবর্তী নিবন্ধরাউজানে এয়াছিন শাহ কলেজে নবীণ বরণ