বিভাগীয় শহরে মাতৃভাষা গবেষণা কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি

আলোচনা সভায় বক্তারা

| রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:২৪ অপরাহ্ণ

সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চারদিন ব্যাপী কর্মসূচির ২য় দিনের অনুষ্ঠানমালা সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। ‘মাতৃভাষায় সংলাপ প্রতিটি ভাষা ভাষী মানুষের কাছে মাতৃদুগ্ধ সম’ র্শীষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু। কর্মসূচির উদ্বোধন করেন হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন উজ্জ্বল কান্তি বড়ুয়া ও মুকুল শিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সন্দীপনের প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি কে দাশ (মামুন)। এমরান হোসেন মিঠুর সঞ্চালনায় আলোচনা পর্বে অংশগ্রহণ করেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, আলী নেওয়াজ খান, দেবব্রত দে দেবু, জয়জিত পাল, শেখ শওকত ইকবাল, কাকলী পাল, সুচরিত চৌধুরী টিংকু প্রমুখ।
বক্তারা বলেন, ভাষার জন্য রক্ত দিয়ে ঢাকার রাজপথে আলপনা এঁকে বাঙালি জাতি বিশ্বের ভাষাপ্রেমী মানুষের হৃদয়ে গভীর যে রেখাপাত করেছিলেন সেই অঙ্গীকারের বিনিময়ে আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষায় এই জনপদের কবি-সাহিত্যিক, শিল্পী-গীতিকার গান গেয়ে ছবি এঁকে বিশ্ব জুড়ে যেন লাল সবুজের পতাকা বিছিয়ে দিয়েছেন। হৃদয়ের অলিন্দে অলিন্দে তাই মাতৃভাষা প্রেমের গভীর অনুরাগে বাঙালীর কাছে মাতৃভাষা মাতৃস্তন্যের ন্যায়। বক্তারা প্রত্যেক বিভাগীয় শহরে একটি করে মাতৃভাষা চর্চা, সংরক্ষণ ও বিকাশের সাথে আর্কাইভ ও গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন জানান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধনিপীড়ন থেকে আত্মরক্ষার কৌশল শিখল ৪১৭ নারী