বাঁশখালীতে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা

লাইসেন্স বিহীন চালক ও সরু সড়ক

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

বাঁশখালীতে প্রধান সড়কের উপর আঁকাবাঁকা বিদ্যুতের খুটি, অসংখ্যা বাঁক, চিহ্নিতবিহীন গতিরোধকের ফলে প্রতিনিয়ত সড়কে ঘটছে নানা ধরনের দুঘর্টনা। চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রয়ারি ১২ তারিখ পর্যন্ত ছোট বড় অর্ধশত দুঘর্টনা সংঘঠিত হলে ও মারা গেছে প্রায় ৪ জন। তার মধ্যে অধিকাংশ দুঘর্টনা হচ্ছে মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সার। তবে বড় গাড়িগুলো চালাচ্ছে অদক্ষ ও অপরিপক্ব চালকের মাধ্যমে। তাছাড়া বাঁশখালীর বেশ কয়েক জায়গায় গতিরোধক থাকলেও তাতে কোন ধরনের চিহ্ন না থাকায় সেখানে ঘটছে দুঘর্টনা। গত ২৬ জানুয়ারি বৈলছড়িতে মোটর সাইকেল দুঘর্টনায় দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক তানভীর সিকদারের মৃত্যু হয়,২৯ জানুয়ারি পৌরসভার অলিমিয়ার দোকান এলাকায় সিএনজি দুঘর্টনায় মো. শাকের (১৯) নামে মহেষখালীর এক যুবকের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়, ৬ ফেব্রুয়ারি কালীপুর এলাকায় ট্রাকের ধাক্কায় প্রান হারান মোটরসাইকেল আরোহী টাইলস মিস্ত্রি বাবুল মিয়া (৪০), সর্বশেষ ১২ ফেব্রয়ারি পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ হারান মনোয়ারা বেগম (২৫) নামে দুসন্তানের জননী এক গৃহবধূ। এ সব ঘটনায় নাম মাত্র সাধারণ ডায়েরি কিংবা মামলা হলেও কিছুদিন পর তা অগোচরে চলে যায়। অধিকাংশ গাড়ির লাইসেন্স না থাকলেও প্রশাসনের নীরবতার সুযোগে বেপোরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে তারা। তার উপর বাঁশখালীতে সুনির্দিষ্ট কোন বাসস্টেশন না থাকলে ও বিভিন্ন কোম্পানির বড় বড় গাড়িগুলো সড়ক দখল করে যাত্রী উঠা নামা করে যানজট সৃষ্টি করে। লাইন্সেস বিহীন মিনি ট্রাক ও ডেম্পারগুলোর চালকদেরও কোন ড্রাইভিং লাইসেন্স নাই। লাইসেন্সবিহীন চালক দ্বারা এই মিনি ট্রাক ও ডেম্পারগুলো চালানোর ফলে প্রতিনিয়ত সড়কের কোথাও না কোথাও ঘটছে প্রাণহানিকর দুর্ঘটনা। অপরদিকে বাঁশখালীর একমাত্র প্রধান সড়কে ৮/১০ টি বাজার বসে। যাতে প্রতিনিয়ত সীমাহীন যানজট। সাধারন জনগণ এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, বাঁশখালী সড়কে গাড়ি চলাচলকারী চালকদের সাথে বসে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। আর যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে তাদের আইনের আওতায় আনা হবে । এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন ,যারা প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া গাড়ি চালাবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা এবং অচিরেই কঠোর আইন প্রযোগ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকুমিরা আওয়ামী লীগের সমাবেশ
পরবর্তী নিবন্ধবিভাগীয় শহরে মাতৃভাষা গবেষণা কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি