যানজট এবং জনভোগান্তি থেকে নিস্তার পেতে আগামীকাল (বুধবার) থেকে বিবির হাট গরুর বাজার সংলগ্ন সড়ক দিয়ে বড় গাড়ি চলাচল করবে না। এসব গাড়ি দুই নম্বর গেট দিয়ে বায়েজিদ-অক্সিজেন রোড ধরে চলাচল করবে। কোরবানির গরুর বাজারকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের যানজট ও জনভোগান্তির সৃষ্টি না হয় সেই লক্ষ্যে নগর পুলিশ এই বিশেষ নির্দেশনা জারি করেছে। তবে, গরুবাহী যেকোনো গাড়ি এ রোড দিয়ে চলাচল করতে পারবে।
গতকাল (সোমবার) চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীন এই বিশেষ নির্দেশনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে জনগণের ভোগান্তি লাঘব ও যানজট নিরসনের
লক্ষ্যে মুরাদপুর-অঙিজেন রোডে কোনো বড় গাড়ি চলাচল করবে না। তবে সব ধরনের গরু পরিবহনকারী গাড়ি চলাচল করবে।
এ ছাড়াও জনগণের নিরাপত্তা ও যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন বিবির হাট গরুর বাজার ও নূরনগর হাউজিং সোসাইটির পশুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে দুই পালায় তিনজন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), ১২ জন সার্জন ও প্রায় ৪০ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন। বাজারে ক্রেতাসমাগম বাড়লে এ সংখ্যা আরও বাড়ানো হবে।