বিপ্লব বড়ুয়ার বিরুদ্ধে স্ট্যাটাস সাজ্জাত আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা সাজ্জাত হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডিএমপির রূপনগর থানার সহায়তায় তার বোনের বাসা থেকে আটক করে তাকে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও তার ছোট ভাই আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ও সাতকানিয়া থানায় প্রথক দুটি মামলা দায়ের করা হয় সাজ্জাতের বিরুদ্ধে। প্রসঙ্গত, ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাত হোসেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনের সিদ্ধান্ত ‘হেমায়েতপুর থেকে’ আসে? প্রশ্ন ফখরুলের
পরবর্তী নিবন্ধচুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে দুজনকে নির্যাতন