বিপ্লব উদ্যানের নামফলক মুছে দেয়ায় বিএনপির নিন্দা

গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি

| শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৪:৩৪ পূর্বাহ্ণ

ছাত্রদলযুবদল ও বিএনপি নেতাকর্মীদের নামে মামলা, তাদের গ্রেপ্তার ও বিপ্লব উদ্যানের নামফলক কালি দিয়ে মুছে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এতে বলা হয়, কাজীর দেউড়ি মোড়ে গত বুধবার বিএনপির তারুণ্যের সমাবেশে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম কলেজের সামনে ও জামালখান মোড়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী আহত হন। নিজেরা হামলা করে উল্টো বিএনপি নেতা এরশাদ উল্লাহ, মোশাররফ হোসেন, এমদাদুল হক বাদশাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে কোতোয়ালী ও চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ষোলশহরস্থ বিপ্লব উদ্যানের নামফলক কালি দিয়ে মুছে দেয়া ও সাবেক ছাত্রদল নেতা নওশাদ, মাহবুবসহ ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি শান্তিপূর্ণ সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়িতে ফিরে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের নিরীহ পাঁচ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি মহানগর যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপ জামালখান মোড়ে নিজেদের মধ্যে মারামারি করে। এই মারামারি থেকেই বিভিন্ন স্থাপনা ভাংচুর করা হয়। নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের সূচনালগ্নের স্মৃতিবিজড়িত ষোলশহরস্থ বিপ্লব উদ্যানের নামফলক কালি দিয়ে মুছে দিয়েছে। এই ধরনের কাপুরোষিত ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে প্রবাহ কোচিং সেন্টার উচ্ছেদ
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তার দণ্ড