বিপিএলে সবার আগে তিন হাজার রান তামিমের

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। এই ক্লাবে ঢোকার জন্য ৩৫ রান প্রয়োজন ছিল বাঁহাতি এই ওপেনারের। খুলনা টাইগার্সের বোলার নাসুম আহমেদের করা ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে তা পূরণ করেন তিনি। তবে এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৩ বলে ৫টি চারের সাহায্যে ৪০ রান করে নাসুমের শিকার হন ফরচুন বরিশালের অধিনায়ক। ৩ হাজার রানের ক্লাবে ঢুকতে বিপিএলে ৯১ ম্যাচ খেলতে হয়েছে তাকে। ৩৮.৪৩ গড় ও ১২২.৯১ স্ট্রাইকরেটে ৩ হাজার ৫ রান করেছেন তিনি। এর মধ্যে ২৫ অর্ধশতক ও দুটি শতক আছে তার। তামিমের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন তার সতীর্থ মুশফিকুর রহিমও। গতকাল ১১৩তম ম্যাচ খেলতে নামার আগে মাইলফলক থেকে ৯২ রান দূরে ছিলেন তিনি। কিন্তু গতকাল সে মাইলফলক স্পর্শ করতে পারেননি মুশফিক। কারন ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। তবে পরের ম্যাচে হয়তো পুরন হয়ে যাবে মুশফিকের তিন হাজার রান। তালিকার তিনে আছেন ফরচুন বরিশালের আরেক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। গতকালের ম্যাচের আগে তার রান ছিল ২ হাজার ৩০২। গতকাল তিনি করেছেন ২৭ রান। ১০৭ ম্যাচে ২ হাজার ২৫৪ রান নিয়ে চারে আছেন ইমরুল কায়েস। পাঁচে থাকা সাকিব আল হাসান ১০১ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ১৪৪ রান। ১৩৪ উইকেট নিয়ে বোলারদের মধ্যে অবশ্য সাকিবই শীর্ষে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা যুব হ্যান্ডবল দলের প্রশিক্ষণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সের সম্ভাবনা জিইয়ে রাখল টাইগার যুবারা