বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সিলেট পর্ব শেষ হয়েছে ১২ জানুয়ারি। চট্টগ্রামে বিপিএলের খেলা হওয়ার কথা থাকলেও বিসিবি নানা কারণ দেখিয়ে বিপিএলের ভেন্যু থেকে চট্টগ্রামকে বাদ দেয়। ফলে চট্টগ্রাম পর্বের খেলাগুলোও সিলেট ভেন্যুতে শেষ হয়েছে। দীর্ঘ সিলেট পর্ব শেষ ১৩ ও ১৪ জানুয়ারি দু’দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ঢাকা পর্বের খেলা। ৩০ ম্যাচের লিগ পর্বের শেষ ছয়টি ম্যাচ হবে ঢাকায়।
সোমবার সিলেট পর্ব শেষেই প্লে–অফের তিনটি দল নিশ্চিত হয়ে গেছে ২০২৬ বিপিএল। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসকে নিয়ে শেষ চারে উঠে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রাজশাহীই। ঢাকা পর্বে নির্ধারিত হবে প্লে–অফের চতুর্থ দল ও কারা এলিমিনেটর ও কারা প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সেটি। রাজশাহীর পর চট্টগ্রাম ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। সিলেট ৯ ম্যাচ খেলে পেয়েছে ১০ পয়েন্ট। দু’দলের পয়েন্ট সমান হলেও রান রেটে চট্টগ্রাম এগিয়ে। চট্টগ্রামের ০.৮৯৮ এবং সিলেটের ০.৪৪৯। রংপুর ৮ ম্যাচে খেলে পেয়েছে ৮ পয়েন্ট। অন্যদিকে ঢাকা এবং নোয়াখালী দু’দলই ৮ ম্যাচ খেলে উভয়ে ৪ পয়েন্ট করে অর্জন করেছে। তবে রান রেটে ঢাকা –০.৬৮৬ এবং নোয়াখালী –১.১০১।
এদিকে প্লে–অফ নিশ্চিত করা রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সবচেয়ে বেশি রান নিয়ে করেছেন। আট ম্যাচে ২৯২ রান বাংলাদেশের টেস্ট অধিনায়কের। ১টি সেঞ্চুরি ও ১টি ফিফটি পাওয়া নাজুমলের স্ট্রাইক রেট ১৪২.৪৩। ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে তিনজন স্থানীয় ও দুজন বিদেশি খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। সিলেটের পারভেজ হোসেন ৯ ম্যাচে করেছেন ২৮৮ রান। চট্টগ্রামের অ্যাডাম রসিংটন ৬ মাচে ২৫৮ রান করলেও আঘাতজনিত কারণে তিনি স্বদেশে ফিরে গেছেন। রংপুরের তাওহিদ হৃদয় ৮ ম্যাচ খেলে ২০৭ রান সংগ্রহ করেছেন। একই দলের ডেভিড মালান ৬ ম্যাচ খেলে তুলেছেন ২০৩ রান।
বোলিংয়ে আধিপত্য করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শীর্ষে পাঁচের সবাই বাংলাদেশের। নোয়াখালী এক্সপ্রেসের পেসার হাসান মাহমুদ ১৪ উইকেট নিয়ে আছেন শীর্ষে। জাতীয় দলের এই পেসার ওভারপ্রতি রানও দিয়েছেন মাত্র ৬.০৭ করে। এরপর ১৩টি করে উইকেট পেয়েছেন তিনজন। এরা হলেন চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম, রংপুরের মোস্তাফিজুর রহমান এবং রাজশাহীর রিপন মন্ডল। ১২টি উইকেট নিয়েছেন সিলেটের নাসুম আহমেদ।












