আমরা যখন নিজে বিপদগ্রস্ত হই তখন বুঝতে পারি অন্যের বিপদগ্রস্তের লেজ ধরে টানা কতো অমানুষিক ব্যাপার, আর তা ততক্ষণ না বুঝি যতক্ষণ হোঁচট খেয়ে না পড়ি, বিপদের সম্মুখীন হতে হয় যেকোনো সময় সবাইকে, তাই অন্য কারো বিপদে সাহায্যের হাত বাড়াতে না পারলেও সমবেদনা জানাতে পারি, আর তাও না হলে অন্ততপক্ষে চুপ থাকা শ্রেয়, কারণ তুমি যখন এই পরিস্থিতির দুয়ারে এসে দাঁড়াবে তখন তোমার স্থানে যেয়ে সে-ও অট্টহাসি হাসতে পারে, বিপদ কখনো বলে আসেনা সৃষ্টিকর্তার তরফ থেকে আসে আবার ফিরেও যায়, হয়তো অন্য কারো উপর হুমড়ি খেয়ে পড়বে নাহয় আপনার উপর ও শিলাবৃষ্টির মতো অঝোর ধারায় ঝরতে পারে, তাই বিপদগ্রস্তদের সাহায্যের সদিচ্ছা পোষণ করলে নিজের বিপদের মুহূর্তে কেউ না কেউ আপনার সাহায্যে নিশ্চয় চলে আসবে।