আজি আকাশে বিজয়ের উল্লাস
দুয়ারে হাজির আরেক ডিসেম্বর
অকুতোভয় বীরের ঘামে, শ্রমে,
মাতৃভক্তিতে সেদিন এসেছিলো বিজয় বাংলার ঘরে
আজ পতাকা হাতে দাঁড়াও তোমরা
মনে রেখেছো কতটুকু দামাল সন্তানদের?
সঠিক ইতিহাস বিলুপ্তির পথে,
লাঞ্চিত হচ্ছে বীরের পরিবার
বুকের রক্ত ঢেলে দিয়েছে যাঁরা
বিনিময়ে তো একটু সম্মান পেতে পারে তাঁরা।
বিনিময় দিওনা মনে রেখো আমাদের বাবাদের।