বিনিময়ে

শিউলী নাথ | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৩৫ পূর্বাহ্ণ

তুমি আমারে দেশ দিয়াছো, আমি দিয়াছি যন্ত্রণা,

পশুরূপী সেই মানুষেরা দিল, কানাঘুষো নানা মন্ত্রণা।

তুমি আমারে পতাকা দিয়াছো, আমি দিয়াছি সাদা থান,

ওটুকু কাপড়ে তোমারে মুড়িয়া, দানবের হলো উত্থান।

তুমি আমারে জমিন দিয়াছো, সবুজে শ্যামলে সারা

আমি দিয়াছি বুলেটের আঘাত, লাল রক্তের ধারা।

তুমি দিয়াছো মানচিত্র আমায়, পৃথিবীর বুকে পরিচয়,

পরিকল্পনা আমার তোমারে মুছিয়া, আমি হব অক্ষয়।

তুমি দিয়াছো স্বাধীনতা আমায়, সহজ জীবন যাপন,

নির্মমতার শৃঙ্খলে বেঁধে, তোমারে করেছি দাফন।

আমরা তোমায় মারিয়া ভাবিলাম, দেশটা করিব নস্যাৎ

বিধাতার সেই ন্যায়ের দণ্ডে, আমরা আজ ধুলিসাৎ।

লোভের চূড়ায় দাঁড়িয়ে সেদিন, হয়েছিনু পথভ্রষ্ট

জাতির পিতা, ক্ষমা করো তুমি, আজ বুঝেছি কষ্ট।

পূর্ববর্তী নিবন্ধশামসুর রাহমান : প্রেম ও মানবতার কবি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু