বিনাশ চাই

বিবেকানন্দ বিশ্বাস | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:০৫ পূর্বাহ্ণ

জানতে চাইনা তোর ধর্মীয় পরিচয়, তোর দল, মতও দেখার বিষয় নয়।
জানি তুই “ধর্ষক”, অমানুষ ঘৃণ্য, নরের অধম তুই
নষ্ট জঘন্য। নরকের কীট তুই, তোকে দিই ধিক্কার, কোনোই মূল্য নেই তোর জ্ঞান ও শিক্ষার। সমাজবিরোধী তুই, কাপুরুষ বন্য, মানবতা লজ্জিত আজ তোর জন্য। ক্ষমার অযোগ্য তুই, তোর কোনো ক্ষমা নেই, তোর বিনাশ চাই সর্বান্তকরণেই।

পূর্ববর্তী নিবন্ধসময়ের অভিশপ্ত তাণ্ডব
পরবর্তী নিবন্ধবেদনা