বিনামূল্যে টিকা পাচ্ছি এটা অনেক বড় ব্যাপার -সমাজসেবক ওয়াহিদ হাসান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

পতেঙ্গা ছাত্র যুব পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদ হাসান গতকাল টিকা গ্রহণ করে বলেছেন, ভাবতে ভালো লাগছে যে টিকা নিয়েছি। পৃথিবীর অনেক ধনাঢ্য দেশের লাখ লাখ মানুষ যখন এক ডোজ টিকার জন্য হাহাকার করছে, তখন আমরা একেবারে বিনামূল্যে টিকা পাচ্ছি; এটা অনেক বড় একটি ব্যাপার। তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে অনেকদূর এগিয়ে গেছি এটি তারই প্রমাণ।
টিকা গ্রহণকালে কোনো ধরনের ব্যথা বা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি অতি সাধারণ একটি ব্যাপার। এমনিতে ইনজেকশন দিতে যেমন ব্যথা পেতাম, এতে মনে হয় তাও নেই। টিকা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের আতংক নয়; টিকা দিয়ে নিরাপদ হোন। তিনি কোনো ধরনের অপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। পৃথিবীর সেরা একটি প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত এই টিকা বিশ্বের উন্নত দেশগুলোতেও দেয়া হচ্ছে। সেরাম ইনস্টিটিউট এবারই প্রথম টিকা বানায়নি, তারা অতীতেও বহু টিকা বানিয়েছে। পৃথিবীর প্রয়োজনীয় টিকার একটি বড় অংশ ভারতের এই প্রতিষ্ঠানই যোগান দেয়। সুতরাং কারো গালগল্পে বিশ্বাস না করে তিনি টিকা দিয়ে সমাজকে নিরাপদ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধসর্বত্রই সরকার দক্ষতার যে স্বাক্ষর রাখছে তা অতুলনীয় -তরুণ শিল্পপতি শোভন
পরবর্তী নিবন্ধটিকাই আমাদের রক্ষা করতে পারে -মিয়া আবদুর রহীম