ক্লাউড সেবায় উচ্চমানের ছবি মজুদের ক্ষেত্রে সীমাবদ্ধতা টানছে গুগল। সামনের বছর জুন মাস থেকে আর বিনামূল্যে অসীম সংখ্যক উচ্চমানের ছবি মজুদের সুযোগ থাকছে না গ্রাহকের জন্য। বুধবার এক ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘স্টোরেজের বাড়তি চাহিদার কারণে’ গুগল ফটোসে কয়েক বছর ধরে চলে আসা অসীম সংখ্যক উচ্চমানের ছবি মজুদের সুযোগ রাখা আর সম্ভব হচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন নীতিমালায় ফাইলসহ উচ্চমানের ছবির ক্ষেত্রে বিনামূল্যে ১৫ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ পাবেন গ্রাহক। আগে ‘আসল মান’ বা ক্যামেরা থেকে পাওয়া অপরিবর্তিত বেশি রেজুলিউশনের ছবির ক্ষেত্রে শুধু সীমাবদ্ধতা ছিলো গুগল ফটোসে। এবারে উচ্চমানের ছবির ক্ষেত্রেও গুগল ওয়ান ক্লাউড সেবার আওতায় বাড়তি স্টোরেজের জন্য গ্রাহককে মাসে সর্বনিম্ন দুই মার্কিন ডলার গুণতে হবে। প্রতি মাসে একশ’ কোটির বেশি গ্রাহক গুগল ফটোস সেবা ব্যবহার করছেন। গুগলের ধারণা, সামনের তিন বছরে ২০ শতাংশেরও কম গ্রাহকের বাড়তি স্টোরেজ সেবায় আপগ্রেড করার প্রয়োজন হবে। খবর বিডিনিউজের।
ক্লাউড সেবায় সম্প্রতি প্রচুর বিনিয়োগ করেছে গুগল। ফলে লাভ তেমন বাড়েনি প্রতিষ্ঠানটির। এবছর গুগল ওয়ান সেবার বিক্রি বাড়িয়ে এই ফারাক পুষিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েছে গুগল।