বিনাজুরী ইউনিয়নে মহানাম সেবক সংঘের আয়োজনে দুদিন ব্যাপী গত ২৯ ও ৩০ জুলাই মহাবতারি জগদ্বন্ধু সুন্দরের ১৫৩ তম মহামাঙ্গলিক আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন ড. নিকুঞ্জ ব্রহ্মচারী, বিশেষ অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী। সেবক সংঘের সভাপতি মানব কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনাতন মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মানস বন্ধু ব্রহ্মচারী. কিঙ্কর ব্রহ্মচারী, কল্যাণ ব্রত ব্রহ্মচারী, শ্রীমান কান্তি ঘোষ, ইউপি সদস্য উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।












