বিনাজুরী ইউনিয়নে ধর্মসভা

রাউজান প্রতিনিধি  | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বিনাজুরী ইউনিয়নে মহানাম সেবক সংঘের আয়োজনে দুদিন ব্যাপী গত ২৯ ও ৩০ জুলাই মহাবতারি জগদ্বন্ধু সুন্দরের ১৫৩ তম মহামাঙ্গলিক আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন ড. নিকুঞ্জ ব্রহ্মচারী, বিশেষ অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী। সেবক সংঘের সভাপতি মানব কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনাতন মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মানস বন্ধু ব্রহ্মচারী. কিঙ্কর ব্রহ্মচারী, কল্যাণ ব্রত ব্রহ্মচারী, শ্রীমান কান্তি ঘোষ, ইউপি সদস্য উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধশীলকূপ ইউনিয়ন পূজা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন