আইআইইউসিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিউটিফিকেশন কমিটির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি২০২৩ গ্রহণ করা হয়। গতকাল বুধবার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। ফিমেল একাডেমিক জোনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির ট্রেজারার ও বিউটিফিকেশন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইসচেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির অধীনে আইআইইউসি বিউটিফিকেশন কমিটির তত্ত্বাবধানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে পর্যায়ক্রমে ফলজ ও বনজ ১২০০ চারাগাছ রোপণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ দমকা বাতাসে বিধ্বস্ত হলো স্কুলটি
পরবর্তী নিবন্ধবিনাজুরী ইউনিয়নে ধর্মসভা