বিধিবহির্ভূত

মলিনা মজুমদার | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

প্রেমআভূষণ ভোরের কুয়াশায়

আধভেজা গায় এলে কি?

বাঁকা আল পথ ধরে।

শরৎ সুন্দর;

বাহারী শুভ্র ফতুয়া গায়ে

নকশা খচিত আড়ং নীল জিন্স।

শ্যামাঙ্গিনী জীবনানন্দ সাজে

তৃষিত আকুল কাজল চোখে

চাইবে জানালায় উড়ু মন সাদা বকের ডানায়।

শরৎ সুন্দর;

বুকের উত্তাপে নেবে জড়িয়ে

শিউলি কুড়ানো নরম দুটো হাত।

নিঃশ্বাসের উষ্ণ মাতাল আবেগে

আঁকবে চুমো সিঁদুর কপালে

বিধিবহির্ভূত পরকীয়া প্রেমে।

পূর্ববর্তী নিবন্ধকোথাও একটা কিন্তু
পরবর্তী নিবন্ধআবদুল মাবুদ সওদাগর স্মরণে