ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দল থেকে যাদেরকে মনোনয়ন দিবে শুধুমাত্র তারাই নির্বাচন করতে পারবেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কেন্দ্রের কঠোর বার্তা রয়েছে। গতবারের নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের নাম এবার কেন্দ্রে না পাঠানোর জন্য নির্দেশনা রয়েছে। তাদের নাম আমরা এবার কেন্দ্রে পাঠাবো না। এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিদ্রোহীদের সংগঠনের কোন স্তরের কমিটিতে না রাখার ব্যাপারে কেন্দ্রের সুস্পষ্ট নির্দেশ রয়েছে। তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার হলেও দলীয় কোন কমিটিতে তাদেরকে রাখা হবে না। এটা কেন্দ্রের পরিষ্কার সিদ্ধান্ত। বিদ্রোহীদের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোন ছাড় দেয়া হবে না। আমরা আমাদের জায়গায় কঠোর আছি। দল থেকে যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেয়া হবে এবং দলীয় স্বার্থে তার পক্ষেই সবার কাজ করা উচিত।