দল করলে মানতে হবে দলীয় সিদ্ধান্ত

শেখ মোহাম্মদ আতাউর রহমান

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান জানান, প্রথমত বিদ্রোহীদের বসিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হবে। তারপরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিলে বিদ্রোহীদের ব্যাপারে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে দলীয় আবেদন ফরম গ্রহণ করে জমা দেয়ার সময় তারা অঙ্গীকার করেছেন, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করবেন। দলীয় সিদ্ধান্ত মানবেন বলে তারা অঙ্গীকারাবদ্ধ। তারপরও এই অঙ্গীকার ভঙ্গ করে কেউ যদি প্রার্থী হন, তখন আমাদের প্রথম কাজ তাকে বুঝিয়ে বসিয়ে দেয়া।
গতবার যারা বিদ্রোহী হিসেবে নির্বাচন করেছেন এবার তাদের কেউ মনোনয়ন চাইলে তাদের নামের পাশে মন্তব্যের কলামে ‘বিদ্রোহী’ লিখে দিচ্ছি। দল করলে দলীয় সিদ্ধান্ত মানতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা উচিত নয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মণ্ডপে হামলা যুব অধিকার পরিষদের ইন্ধনে
পরবর্তী নিবন্ধবিদ্রোহী প্রার্থী হলেই ব্যবস্থা