বাঁশখালীর পুঁইছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্বাস উদ্দিন (৩৬) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আব্বাস উদ্দিন ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র।
স্থানীয় ও থানা সূত্র জানায়, রিকশা চালক আব্বাস উদ্দিন দুপুরে প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে বাড়ি ফিরে তার মোটর চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে ব্যাটারির প্লাগে অসতর্কতাবশত হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মওলার পাড়া এলাকায় আব্বাস উদ্দিন নামে এক রিকশা চালক রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।