বিদ্যুৎস্পৃষ্টে রাঙ্গুনিয়ায় শিশু ও মহেশখালীতে কিশোরের মৃত্যু

রাঙ্গুনিয়া ও মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পোল্ট্রি ফার্মে শিয়াল মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. মারুফ (৯) নামে এক শিশু ও মহেশখালীতে টমটম গাড়ির চার্জিং হাউসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আমাদের রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড হারুয়ালছড়ি গ্রামে বেবি আক্তার নামের এক নারীর পোল্ট্রি ফার্মের পাশে খেলা করার সময় বৈদ্যুতিক শিয়াল মারার ফাঁদে আটকে গিয়ে শিশু মারুফের মৃত্যু হয়। নিহত মারুফ ওই গ্রামের নুরুল আলমের ছেলে এবং সারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
এদিকে মহেশখালী প্রতিনিধি জানান, ৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৮ টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট এলাকার নোয়াপাড়া এলাকার মো. ইদ্রিসের পুত্র কিশোর আব্দুল হামিদ কোন এক কাজে টমটমের চার্জিং হাউসে ঢুকলে অসাবধানতাবশত সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধআলা হযরতের দর্শন মানবতার মুক্তির দিশারী
পরবর্তী নিবন্ধদেশের শিল্প-সংস্কৃতি সমৃদ্ধ করেছেন গুণীজনরা