বিদ্যুতের খুঁটির জন্য সম্প্রসারিত সড়কের সুফল নেই

হালিশহর আর্টিলারি মোড়

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ মে, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর আর্টিলারি মোড় (চুনা ফ্যাক্টরি) সম্প্রসারণ করা হয়েছে কয়েক বছর হয়েছে। কিন্তু সম্প্রসারিত সড়কের সুফল নেই। উক্ত মোড় থেকে গোলন্দাজ সড়কটি সম্প্রসারণ করা হলেও সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো সরানো হয়নি দীর্ঘ দিনেও।

স্থানীয়রা জানান, সড়ক সম্প্রসারণের কোনো সুফল নেই। সড়কটি দিয়ে বড় বড় গাড়ি চলাচল করলেও মোড় থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো না সরানোতে যানজট লেগে থাকে। আশেপাশের কয়েকজন দোকান মালিক অভিযোগ করে বলেন, সড়ক সম্প্রসারণ করা হয়েছে। এর কোনো সুফল পাওয়া যাচ্ছে না। বড় গাড়ি এলেই যানজট লেগে যাচ্ছে। এছাড়া সম্প্রসারিত সড়কে প্রতিদিন হকাররা এসে বসে পড়ছে। এতে যানজট আরো বেড়ে যায়। তারা সড়কের মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধফের বেড়েছে করোনা শনাক্তের হার
পরবর্তী নিবন্ধমানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায় : আইনমন্ত্রী