বিদ্বেষমূলক প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিলে বক্তারা

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিলে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে মাওলানা এম এ মতিন চেয়ারম্যান ও স উ ম আবদুস সামাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বড় রাজনৈতিক দলগুলোর নেতারা বিদ্বেষ, প্রতিহিংসা ও রেষারেষির রাজনীতিতে জড়িয়ে পড়ে দেশে অস্থিরতা ও অরাজকতা ছড়িয়ে দিচ্ছে। ফলে সারা দেশে রাজনৈতিক সংঘাত সহিংসতা হানাহানি দিন দিন বাড়ছে। দেশকে সংঘাতময় উত্তপ্ত অবস্থা থেকে পরিত্রাণ দিতে বিদ্বেষমূলক প্রতিহিংসার ক্ষয়িষ্ণু রাজনীতি পরিহার করতে হবে।
কাউন্সিলের আহ্‌বায়ক অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন-পীর সৈয়দ শহীদ উদ্দীন আল হাসানী আল মাইজভান্ডারী, সৈয়দ মসিহুদ্দৌলা, ড. আল্লামা আফজাল হোসাইন, সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, শাইখ আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, অধ্যক্ষ আবু জাফর মুঈনুদ্দীন, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, শাইখুল হাদীস হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভী, কাজী সোলাইমান চৌধুরী, কাজী জসিম উদ্দিন সিদ্দিকী, কাজী মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক জালাল উদ্দীন আল আজহারী, সৈয়দ মুহাম্মদ হোসেন, গোলামুর রহমান আশরাফ শাহ্‌, অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা রেজাউল করীম তালুকদার, ইঞ্জিনিয়ার নুর হোসেন, অধ্যাপক মনসুর দৌলতী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মাসুম বিল্লাহ মিয়াজী, মাওলানা এম এ মান্নান, মাওলানা মন্‌জুর আলম, অধ্যক্ষ সালাহ উদ্দিন মোহাম্মদ খালেদ, মাওলানা ওবায়দুল্লাহ কদম রসুলি, মাওলানা মুহাম্মদ আবদুল নবী, মোহাম্মদ আশরাফ শাহ্‌, অধ্যাপক নুরুল আলম, জাহিদুল ইসলাম, এম এ মুস্তফা হেজাজী, মাওলানা মুহিত হাসানী, অধ্যাপক শহীদুল ইসলাম, মাওলানা জালাল উদ্দীন আহমদ আঁখঞ্জী, মাওলানা সোলাইমান খান রাব্বানী, সাইফুদ্দিন আহমদ, অধ্যক্ষ গোলাম সরওয়ার, অধ্যক্ষ জালাল উদ্দীন আলকাদেরী, অধ্যাপক রিদওয়ান আশরাফী, মুফতি হাফেজ গোলাম কিবরীয়া, সৈয়দ হাসান আল আজহারী, আবদুল মোস্তফা রাহীম আল আজহারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি : কাদের
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে আ. লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ২০