বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারে ক্লিন ফিড নীতি মানা হোক

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

সম্প্রতি টেলিভিশন জগতের আলোচিত একটি নাম ক্লিন ফিড। এর অর্থ হলো বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেলগুলোকে বিজ্ঞাপনবিহীন করা। বাংলাদেশের ২০০৬ সালের আইন অনুযায়ী বিদেশি চ্যানেল বিদেশি বিজ্ঞাপনমুক্তভাবে প্রচার করতে হবে। কিন্তু স্থানীয় কেবল টিভি প্রোভাইডাররা তা গত ১৫ বছরে বার বার সময় নেয়ার পরও এটি বাস্তবায়ন না করায় গত বছর ২০২১ সালে এটি বিশেষ নজরে আনে তথ্য মন্ত্রণালয়। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বছরের ১ অক্টোবর থেকে ক্লিন ফিড নীতি কার্যকর করা হয়।

১ অক্টোবর থেকে প্রথম কয়েকদিন বাংলাদেশে কোনো বিদেশি চ্যানেলই দেখা যায়নি। তবে পরে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় নতুন এক বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে ক্লিন ফিড আছে এমন কিছু চ্যানেলকে বাংলাদেশে প্রদর্শনের অনুমতি দেয়া হচ্ছে। ক্লিন ফিড না থাকার ফলে কেবল চ্যানেলগুলোতে বিদেশি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে আর জনপ্রিয়তার কারণে অনেক বাংলাদেশি বিজ্ঞাপনদাতা এগুলোতে বিজ্ঞাপন দিচ্ছেন। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। তাই ক্লিন ফিড নীতি মেনে সকল বিদেশি চ্যানেল যেন সম্প্রচার করে সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া

ফেনী সরকারি কলেজ, ফেনী।

পূর্ববর্তী নিবন্ধরোকনুজ্জামান খান : সবার প্রিয় দাদাভাই
পরবর্তী নিবন্ধমায়াবী এক পৃথিবীর নাম মা