বিদেশি কর্মীদের রাখতে বিধিনিষেধ শিথিলের ভাবনা জাপানের

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

অভিবাসন প্রত্যাশীদের জন্য দুয়ার দীর্ঘদিন বন্ধ করে রাখা জাপান তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে ২০২২ সালের শুরুর দিক থেকে নির্দিষ্ট কিছু খাতে কর্মরত বিদেশিদের অনির্দিষ্টকাল থাকার সুযোগ দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন দেশটির বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার তিনি একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। জাপানে ২০১৯ সাল থেকে কার্যকর হওয়া এক আইনের আওতায় ‘বিশেষায়িত দক্ষ কর্মী’ ক্যাটাগরিতে কৃষি, নার্সিং সেবা ও স্যানিটেশনসহ ১৪টি খাতে বিদেশিদের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু হলেও তাতে দেশটিতে সর্বোচ্চ ৫ বছর থাকার সুযোগ মিলত এবং নির্মাণ ও জাহাজনির্মাণ খাত ছাড়া অন্য খাতে কর্মরতরা তাদের পরিবারের সদস্যদের জাপানে নিতে পারতেন না। বিদেশি কর্মী নিয়োগ দেওয়ায় জাপানি কোম্পানিগুলো যে ইতস্তত ভাব তার পেছনে এসব বিধিনিষেধও অন্যতম কারণ। যে কারণে সরকার এখন এসব বিধিনিষেধ শিথিলের কথা ভাবছে।

পূর্ববর্তী নিবন্ধট্রেন-বাস সবই থাকবে দেখা যাবে না কিছুই!
পরবর্তী নিবন্ধএখন আফগানিস্তানের সব প্রদেশেই আইএস