বিত্তশালীরা এগিয়ে আসলে কর্মহীন মানুষ কষ্ট পাবে না

বিভিন্ন স্থানে খাদ্য ও নগদ অর্থ সহায়তা

আজাদী ডেস্ক | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মানবিক সহায়তার অংশ হিসেবে ২২৫ পরিবারকে নগদ ১ লাখ ১২ হাজার ৫শত টাকা এবং ২ শত পরিবাকে খাদ্য সামগ্রী প্রদান করেছে বোয়ালখালী উপজেলা প্রশাসন। সোমবার বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর এ উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণের ভার্চুয়ালি উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি মোছলেম উদ্দিন আহমদ।

এ সময় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, সরকারের পাশাপাশি যারা সমাজে বিত্তশালী তারা কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালে মানুষগুলো আর না খেয়ে কষ্ট পাবে না। এতে বোয়ালখালী উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বোয়ালখালী পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী প্রমুখ।

ইসলামী যুব কাফেলা : মধ্যম পতেঙ্গার রাজার পুকুর পাড়স্থ ইসলামী যুব কাফেলার কার্যালয়ে গতকাল মঙ্গলবার হাজী ছালে জহুর-মাফুলা ফাউন্ডেশন ও ইসলামী যুব কাফেলার যৌথ উদ্যোগে কঠোর লকডাউনে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়। হাজী ছালে জহুর-মাফুলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফোরকানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর শাহানুর বেগম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ছালে জহুর-মাফুলা জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন ফারুকী, অর্থ সম্পাদক হাজী আবদুস সোবহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. লোকমান, মো. নাছির, মো. জসিম, নুরুল হুদা জুজু প্রমুখ। অনুষ্ঠানে কাতার প্রবাসী ৩০ জনকে নগদ অর্থ ও অর্ধশতাধিক দুস্থদের নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে করোনা থেকে মুক্তি ও দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

যুবলীগ নেতা ওয়াহিদুল আলম : করোনায় বিপর্যস্ত গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলের আহ্‌বানে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদ বুধবার বিকেলে নিজ বাসভবনের সামনে উপহার সামগ্রী বিতরণ করেছেন। উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. আলমগীর, এস এফ জামান, তাজুল ইসলাম, খোরশেদ আলম, হাসান মোরশেদ, শহিদুল ফজল তৌহিদ, জাহেদ লিটন, জাবের আলম, সাজ্জাদুল ইসলাম, সাইফুল ইসলাম, আবিদ হাসনাত, জুনায়েদ, ফাহিম, সাকিব, সৈকত পাল, রিজভি, নাইয়িম, তুহিন প্রমুখ।

ধলঘাট ও কেলিশহর ইউনিয়ন : সুবিধাবঞ্চিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১২ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অপু দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এবং প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ ও ভাটিখাইন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, রিটন বড়ুয়া, ডা. জসিম উদ্দিন, পুলক দাশ রুপন দত্ত, খোকন উদ্দিন, সাজ্জাদ হোসাইন, মোরশেদ, সুজন রুবেল প্রমুখ।

ফতেপুর ইউনিয়ন : হাটহাজারী প্রতিনিধি জানান, ১১নং ফতেপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় পরিবারের ৭শ জনকে ৫শ টাকা করে বিতরণ করা হয়েছে। গতকাল মানবিক সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নবাগত ইউএনও শাহিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, সাকিলা খাতুন। অনুষ্ঠানে সভাপত্বিত করেন ১১নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম।

পতেঙ্গা থানা ছাত্রলীগ : পতেঙ্গা বঙ্গবন্ধু সামাজিক সেবা সংগঠনের উপদেষ্টা ও পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমানের উদ্যোগে দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া এলাকার দরিদ্র ও শারীরিকভাবে অসুস্থ কাজী তৌহিদকে আর্থিক সহায়তা প্রদান করেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু। এতে আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি মো. সোলেমান, নুরুল ইসলাম মুন্না, মিজানুর রহমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. ফয়সাল, ৪১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সালাউদ্দিন, আতিকুর রহমান সজীব, টিপু সুলতান, হানিফ মুন্না, সিফাতুল ইসলাম, কামরুল জিহাদ প্রমুখ। এ সময় তার দুই সন্তানের বাৎসরিক স্কুলের বেতন প্রদান করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু।

খাদ্য পরিদর্শক সমিতি : বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, চট্টগ্রাম বিভাগের পক্ষ হতে পঞ্চম দিনের মত গনি বেকারি মোড়স্থ মিছকিন শাহ মাজার প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক সমিতির সহ সভাপতি ফখরুল আলম, সাংগঠনিক সম্পাদক সুজিত বিহারী সেন, দেওয়ানহাট সিএসডির ব্যবস্থাপক জাহাংগীর আলম, হালিশহর সিএসডির সহ ব্যবস্থাপক সাইফুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দোলন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর পক্ষে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে কর্মহীন অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৩০০ জনের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গিবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। সাবেক ছাত্রনেতা সাইফুদ্দীন আহমেদের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন তারেক সর্দার, মঞ্জুর আলম, আবদুল মাবুদ, আমির আহমেদ, তাজউদ্দীন রিজভী, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম মামুন, আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, জমির উদ্দিন পারভেজ, শাহিন চৌধুরী সুমন, আশরাফু আলম, সামিউল হাসান রুমন, মিজানুর রহমান জসিম, অসিউর রহমান, রাশেদুল আলম, শফিউল আলম জনি, আজম, অনিন্দ্র দেব, সিফাত, ফাহিম, হারুন প্রমুখ।
মমতাজ ফিরোজ ফাউন্ডেশন : করোনাকালে মহানগরের নানা স্থানে অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী পাঠিয়ে দিচ্ছে মমতাজ ফিরোজ ফাউন্ডেশন। খাদ্যসামগ্রী বিতরণ করেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও রাজনীতিক ড. মুহম্মদ মাসুম চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আরকান সোসাইটির সভাপতি অধ্যাপক এস এম ওয়াজেদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার সালমান দীপ্ত, ইঞ্জিনিয়ার কে এম সাজু, মেহেদী হাসান বাবু, জুনায়েদ হাসান রাজু, জীতু নন্দী অরণ্য।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার আক্রান্ত শিফা বাঁচতে চায়
পরবর্তী নিবন্ধকরোনা রোগীদের জন্য যুবলীগের অক্সিজেন সেবা