বিতার্কিকরা সত্যান্বেষী ও বিশ্লেষণমুখী

দৃষ্টি স্কুল অব ডিবেটের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

দৃষ্টি স্কুল অব ডিবেটের ৩০তম ব্যাচের উদ্বোধন গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক ও অনুবাদক আলম খোরশেদ। ব্যাচের উদ্বোধন করেন দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান ও সানশাইন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান।

সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, দৃষ্টির প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল, সহসভাপতি বনকুসুম বড়ুয়া ও সহসভাপতি সাবের শাহ , যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান ও সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।

আলম খোরশেদ বলেন, যুক্তি, বুদ্ধিদীপ্ত উত্তর, গঠনমূলক পর্যালোচনাসমালোচনার আসরই হলো বিতর্ক। যুক্তিহীন, অমর্যাদাপূর্ণ উপস্থাপনের মাধ্যমে নিজের মতামতের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টাই তর্ক। একজন বিতার্কিক অন্য যেকোনো সাধারণ মানুষের চেয়ে নিজেকে আলাদা করে তুলে ধরতে সক্ষম।

সাফিয়া গাজী রহমান বলেন, সত্য সবসময় সমুন্নত। পৃথিবীতে যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর তাই সত্য। যারা সত্যান্বেষী, যারা আত্মবিশ্বাসী তারাই সবচেয়ে সফল। বিতার্কিকরা সত্যান্বেষী, বিশ্লেষণমুখী, যা তাদেরকে অন্য সবার থেকে এগিয়ে রাখে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং এক্স শাহীনের প্রীতি সম্মিলন
পরবর্তী নিবন্ধবসন্ত উৎসবে রঙিন এমইএস কলেজ প্রাঙ্গণ