বিতর্ক ছাপিয়ে আসছে ‘আদিপুরুষ’

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বছরের শুরুতেই ‘রাম, সীতা ও রাবণের’ বড় পর্দায় আসার কথা ছিল। কিন্তু কয়েক দফা পিছিয়ে এবার নতুন করে ‘আদিপুরুষ’ এর মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। নানা ‘বিতর্ক ছাপিয়ে’ ওম রাউত পরিচালিত সিনেমাটি আগামী ১৬ জুন পেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা টিসিরিজ জানিয়েছে। খবর বিডিনিউজের।

এনডিটিভি জানায়, সমপ্রতি নবরাত্রি উপলক্ষে সিনেমার সাফল্যের জন্য আশীর্বাদ নিতে বৈষ্ণদেবীর মন্দির দর্শনে যান প্রযোজক ভূষণ কুমার ও পরিচালক ওম রাউত। দুজনের ছবিসহ টুইটারে এই মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, বৈষ্ণদেবীর কাছে ঐশ্বরিক আশীর্বাদ কামনা করছি। আগামী ১৬ জুন থ্রিডি ফরম্যাটে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আদিপুরুষ’।

রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমা গেল বছরের ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। পরে এ বছরের জানুয়ারিতে মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়। ‘বাহুবলী’ খ্যাত প্রভাস এ সিনেমায় ‘রাম’ চরিত্রটি রূপায়ন করছেন, যা সিনেমার মূল আকর্ষণ। আর সীতার চরিত্রটি করছেন অভিনেত্রী কৃতি স্যানন। এ সিনেমা দিয়েই প্রথম জুটি বাঁধছেন তারা। সিনেমায় রাবণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খান।

গেল বছর আদিপুরুষের টিজার প্রকাশের পর সিনেমার ভিজুয়াল ইফেক্টসএর অতিরিক্ত ব্যবহারসহ নির্মাণ কৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পাশাপাশি হিন্দু দেবদেবীদের ‘ভুলভাবে উপস্থাপন ও বিকৃত রূপে’ দেখানোর অভিযোগ ওঠে। ওই সময় ‘রাবণ’ চরিত্র নিয়ে এক মন্তব্যের জেরে সাইফ আলীকে সোশাল মিডিয়ায় রোষানলে পড়তে হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রামায়ণের মূল প্লটকে অন্য দিক থেকে দেখা হয়েছে। এখানে রাবণের মানবিক দিকটি তুলে ধরা হবে। সীতাহরণের ঘটনাটির ন্যায্যতাও দেখানো হবে এই ছবির মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তখন ওই বক্তব্যের প্রতিবাদ জানান। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তোলা হয়। এবার সবকিছু ঠিক থাকলে নির্ধারিত তারিখে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম এই চার ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

পূর্ববর্তী নিবন্ধসুখী জীবন আপনাকেই তৈরি করতে হবে : বর্ষা
পরবর্তী নিবন্ধআপনাদের ভালোবাসার কাছে চিরঋণী : শাকিব খান