ভারতের কৃষকরা এক বছরেরও বেশি সময় ধরে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে যে আন্দোলন করে আসছিলেন, তা সফল হতে চলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনেই আইন তিনটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিডি/বাংলানিউজের।
আজ আমি আপনাদেরকে, পুরো দেশকে বলতে এসেছি, আমরা তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এ মাসের শেষদিকে পার্লামেন্টের যে অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেখানে এ কৃষি আইনগুলো প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে, বলেছেন তিনি। পাশাপাশি আন্দোলনরত কৃষকদের কাছে ক্ষমা চেয়ে তিনি আবেদন জানান, যাতে তারা নিজেদের আন্দোলন প্রত্যাহার করে নেন।
এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মোদীর সেই আবেদনে সাড়া দেননি কৃষকরা। তারা চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। গতকাল মোদীর ওই ঘোষণার পর কৃষক নেতা রাকেশ তিকাইত জানিয়ে দেন, যতদিন না সংসদে কৃষি আইন প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত হচ্ছে, ততদিন আন্দোলন চালু থাকবে। আন্দোলনকারী কৃষক নেতারা স্পষ্ট করে বলেন, তারা মূলত দুটি দাবি নিয়ে প্রতিবাদ করছেন। তাহলো কৃষি আইনগুলো বাতিল এবং এমএসপির নিশ্চয়তা।
অপরদিকে মোদীর ওই ঘোষণার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দেশের কৃষকেরা সত্যাগ্রহ দিয়ে দাম্ভিকতাকে হারিয়ে দিয়েছে। দেশের অন্নদাতাদের সত্যাগ্রহ অহংকারের মাথা নতো করে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে জয়কে অভিনন্দন। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, উত্তরপ্রদেশ, পাঞ্জাবসহ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোট নজরে রেখেই কৃষি আইন বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম বলেন, ভোটে হারার ভয়েই এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া বিতর্কিত এ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের হাজার হাজার কৃষক মাসের পর মাস দিল্লির উপকণ্ঠে অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ জানিয়ে আসছিলেন।