বিটিভির শিল্প সৃষ্টির পাগলামিটা থাকতে হবে: বন্যা

| সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

সস্তা জনপ্রিয়তার দিকে না ছুটে অনুষ্ঠানের ধরন পরিশীলিত রাখতে বাংলাদেশ টেলিভিশনবিটিভিকে পরামর্শ দিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক পাওয়া সংগীত শিল্পী বলেন, বাংলাদেশ টেলিভিশনের মধ্যে শিল্প সৃষ্টির পাগলামিটা থাকতে হবে, অভিনব চিন্তাধারা থাকতে হবে। খবর বিডিনিউজের।

বিটিভির উদ্যোগে শনিবার ঢাকা কেন্দ্রের সভাকক্ষে অংশীজন সভার আয়োজন করা হয়। সভায় বন্যা বলেন, সস্তা জনপ্রিয়তার দিকে ছুটলে চলবে না। বিটিভির অনুষ্ঠানের ধরন ও মনন সবই হবে পরিশীলিত। গবেষণামূলক কাজ থাকতে হবে, নতুন ভাবনার প্রতিফলন থাকতে হবে।

বিটিভির কর্মীদের প্রতি তার পরামর্শু এখানকার কর্মীদের শুধুমাত্র টেলিভিশনে চাকরি করলে হবে না, টেলিভিশনটাকে ভালোওবাসতে হবে। সভায় আলোচনার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশের সংগীত: ঐতিহ্য ও সমকালীন চর্চা’। অনুষ্ঠানে বন্যার পদ্মশ্রী পদকপ্রাপ্তিতে তাকে অভিনন্দন জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য অণিমা মুক্তি গোমেজ, ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারসহ বিটিভির উর্ধ্বতন কর্মকর্তারা । অংশীজন সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির উপপরিচালক ও লোকসংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুরশিদ আলম, ফরিদা পারভীন, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, অণিমা মুক্তি গোমেজ, শেলু বড়ুয়া, সালমা আকবর, ফকির শাহাবুদ্দিন, মকসুদ জামিল মিন্টু, নাছির আহমেদ, হাসান মতিউর রহমান, আবু বকর সিদ্দিকী, আনিসুর রহমান তনু, ইউসুফ, চম্পা বণিক।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের জন্য পাত্রী খুঁজছে পরিবার!
পরবর্তী নিবন্ধমুচকি হাসিতে ভাইরাল, যা বললেন পিয়া জান্নাতুল