বিজয় মঞ্চে শিশু কিশোরদের নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৬ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল রবিবার নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় এক হাজার তিনশত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চবি ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন ডা. সরফরাজ খান বাবুল, পান্টু লাল সাহা, প্রফেসর ড. কুন্তল বড়ুয়া। বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন সঙ্গীত বিশেষজ্ঞ মো. আব্দুর রহিম, শ্রেয়শী রায়, কাবেরী সেনগুপ্তা, মো. গোলাম মোস্তফা সুমন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিজয় মঞ্চে শিশু কিশোরদের নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ মানে তাদের শুপ্ত প্রতিভাকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করা। তিনি সকল প্রতিযোগির সফলতা কামনা করে এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রত্যেক অভিভাবককে অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় রত্নাগর্ভা মা সম্মাননা
পরবর্তী নিবন্ধপ্রত্ননিদর্শন দর্শনে ভ্রমণ