বিজয় দিবস

নুসরাত সুলতানা | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৫২ পূর্বাহ্ণ

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয়ের দিন ১৬ ডিসেম্বর; বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের মহান স্বাধীনতার কথা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের পর আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭১ সালের এই দিনে বাঙালির প্রাণে প্রাণে ছড়িয়ে পড়েছিলো অনাবিল আনন্দের উ”ছ্বল তরঙ্গ, সারা দেশ জুড়ে ছিলো বহু কাঙ্ক্ষিত বিজয়ের উল্লাস। যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করে, সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে অপমানের গ্লানি নিয়ে বীর বাঙালির কাছে আত্মসমর্পণ করে তারা। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের প্রিয় বাংলাদেশের। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় ঘটে বীর বাঙালির। অর্জিত হয় নিজস্ব ভূ-খন্ড। আর চিরদিনের জন্য বাঙালি লাভ করে গাঢ় সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।
বিজয় দিবস আমাদের মাঝে অন্যায়ের বিরুদ্ধে সো”চার হওয়ার প্রেরণা জোগায়। বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ৩০ লাখ বীর বাঙালির আত্মত্যাগের মহিমা, বাঙালি জাতিসত্ত্বার ইতিহাস-ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি, প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাওয়া যায়। শুধু বিজয় দিবসে নয়, বিজয়ের চেতনা বুকে ধারণ করে,সব ধরনের হানাহানি বৈরিতা-বিদ্বেষকে পেছনে ফেলে, প্রত্যেক সচেতন মানুষের উচিত সারাবছরই দেশ-জাতি, জাতীয় পতাকা, স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে নিজ নিজ অবস’ানে থেকে কাজ করে যাওয়া। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বারবার বিজয় আসুক আমাদের, ‘অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে’ সো”চার হই যেনো সবাই- এটাই হোক বিজয় দিবসের অঙ্গীকার।

পূর্ববর্তী নিবন্ধগৌরবময় বিজয়ের মাস
পরবর্তী নিবন্ধবিপ্লবে স্পন্দিত বীরপুরুষ