বিজয় কাপ হকির ফাইনাল আজ

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৪০ অপরাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির প্লেঅফ ম্যাচে টাইব্রেকারের সুযোগ কাজে লাগিয়ে পদাতিক ৩২ গোলে কোতোয়ালী কিংসকে পরাজিত করে। এর পূর্বে নির্ধারিত সময়ে ২২ গোলের সমতায় শেষ করে উভয় দল। গতকাল শনিবার চসিক মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্লেঅফ খেলায় বিজয়ী দলের পক্ষে রাজিব ও রকি ১টি করে গোল করে। পক্ষান্তরে কোতোয়ালীর পক্ষে আদিত্য একাই ২ গোল করে সমতায় ফিরে। তবে পেনাল্টি শুটআউটে প্রথম ৫ শটে পদাতিকের পক্ষে অন্তু ও সুপ্রিয় গোল করে এবং কোতোয়ালীর পক্ষে রাহাত ও সাজ্জাদ গোল করলে আবারো সমতায় ফিরে দু’দল। সাডেন ডেথে পদাতিকের সুবিত্ত গোল করে কিন্তু কোতোয়ালীর রাইয়ান গোল দিতে ব্যর্থ হলে টাইব্রেকারে জয়লাভ করে পদাতিক। আর এ জয়ের ফলে পদাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠে। ম্যাচের আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, খালেদ মাহমুদ জুমান। আজ ১১ জানুয়ারি রোববার ফাইনালে অংশ নেবে পদাতিক এবং তমাল চৌধুরী স্মৃতি একাদশ (দুপুর ২:৩০টা)

পূর্ববর্তী নিবন্ধবরইছড়ি একাডেমির ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধশোভনীয়া ফুটবল একাডেমির সভা