সময়টা একাত্তর ডিসেম্বর ষোলো,
বিজয় নামের শব্দ টা আমাদের-ই হোলো।
এবিজয় এমনিতে দেয়নি তো ধরা,
এর জন্য ছিলো ত্যাগ বহু ভাঙা গড়া।
পঁচিশ মার্চ কাল রাত্তিরে বর্বর পাকসেনা
লোকালয়ে নির্বিচারে হঠাৎ দিলো হানা।
উঠলো ফুঁসে বীর জনতা প্রচণ্ড ক্রোধে,
করলো শুরু জোর লড়াই শত্রু প্রতিরোধে।
ত্রিশ লক্ষ বীর বাঙালি বিলিয়ে দিলেন প্রাণ,
দশ লক্ষ নারী দিলেন সম্ভ্রম সম্মান।
ধ্বংস হোলো জনপদ লাখো বাড়িঘর,
হাট-বাট, রাস্তা-ঘাট, গ্রামও নগর।
ন’মাস পরে রক্তক্ষয়ী লড়াই হোলো শেষ,
বিজয় এলো, স্বাধীন হোলো প্রিয় বাংলাদেশ।