বিজয় আসুক সবুজ শ্যামল প্রাঙ্গণে

সুলতানা নুরজাহান রোজী | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১০:০৩ পূর্বাহ্ণ

শিরীষের বুকে সবুজ শ্যামল কোমল পরশে প্রাণ
ভালোবাসা মাখা সতেজ ছায়া প্রকৃতির দান
খোঁজে নেয় সুখ চোখ বুঝে
শান্তির নির্মল ভাঁজে খোকা-খুকি, বাবা-মা,
দাদা-দাদু ছুটে চলে
খোলা হাওয়ায় নিঃশ্বাসে অঙিজেনের খোঁজে।

সবুজ রক্ষা করো এই দাবি;
খেলবে বেড়াবে শিশু-বৃদ্ধ
কিচিরমিচির সুরে গাইবে পাখি
বাজবে ঢোলের তাল।

আমরা সাহসী চট্টলাবাসী আমরা দুর্জয়
করি না ভয়
ঝংকার তুলেছি অকুতোভয়ে
বাঁচবে সবুজ মেঠোপথ অপরূপ সুন্দর ঘ্রাণ
প্রকৃতি ও পরিবেশ বাঁচবে, উঠবে আবার জেগে

গাইবো গান বিজয়ের উল্লাসে
আনন্দ উচ্ছ্বাসে মায়া মমতায় উঠুক ভরে
আমাদের প্রিয় সি আর বি সবুজ পরশ মাখানো প্রাণ!

পূর্ববর্তী নিবন্ধনদী ও নৌকো
পরবর্তী নিবন্ধআহত সময়ের হাসি