বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তর জেলা ছাত্রসেনার সমাবেশ

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম.এ. মতিন বলেছেন ,চার দশক ধরে ছাত্রসেনা ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বৈপ্লবিক ভূমিকা রাখছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে গত ১৬ ডিসেম্বর হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এত উদ্বোধক ছিলেন উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জমাআত সভাপতি হাফেজ সোলাইমান আনসারী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন মীর। সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি কে.এম. আজাদ রানা। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান। মুহাম্মদ সাহেদুল আলম ও সদস্য সচিব মুহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, মুহাম্মদ ওবাইদুল মোস্তফা কদম রসূলী, অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, আজিম উদ্দীন আহমেদ, মুহাম্মদ দিদারুল আলম। আলোচক ছিলেন সৈয়দ মহাম্মদ হোসাইন, নুরুল আবছার, মঈনুল আলম চৌধুরী, মুহাম্মদ হারুন সওদাগর, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইকবাল হোসেন আলকাদেরী, এডভোকেট মুহাম্মদ হামিদ উল্লাহ, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, মুহাম্মদ সেকান্দর মিয়া, মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু তালেব আলকাদেরী, মাওলানা নাজিমুল হক আলকাদেরী, যুবনেতা-মাষ্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আলমগীর হোসাইন, এডভোকেট মুখতার আহমদ ছিদ্দিকী, এইচ.এম. শহীদুল্লাহ, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ মুজাহেদুল ইসলাম, মুহাম্মদ আবু মুছা, হোসাইন মুহাম্মদ এরশাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে আহলে সুন্নাতের সভা
পরবর্তী নিবন্ধষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি