বিজয়ের পঞ্চাশ বছরে ৫০ হলে ‘মিশন এক্সট্রিম’

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশসহ বিশ্বের ৫টি দেশে মুক্তি পেল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি। ধাপে ধাপে যোগ হবে আরও প্রায় ৮ থেকে ১০টি দেশ। খবর বাংলানিউজের। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার শো। অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘সিনেমা মানে স্বপ্ন। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে সিনেমা মানে একটি যুদ্ধের প্রতিরূপ! পুরো ইন্ডাস্ট্রি এই যুদ্ধে লিপ্ত। ‘মিশন এক্সট্রিম’ সেই যুদ্ধ জয়ের স্বপ্ন নিয়ে মুক্তি পেল। ’ চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘আমাদের দীর্ঘ পরিশ্রমের ফসল ‘মিশন এক্সট্রিম’। এই সিনেমায় আমার এবং পুরো টিমের অনেক ত্যাগ রয়েছে। দর্শক আজ তা পর্দায় দেখছেন। দর্শকদের বলবো, সবাই ‘মিশন এক্সট্রিম’ দেখবেন এবং দেখে ভালো লাগলে অন্যদেরও দেখতে বলবেন।

পূর্ববর্তী নিবন্ধভক্তের জীবন তছনছ করে ক্ষমা চাইলেন কৃতি!
পরবর্তী নিবন্ধপঞ্চকবির গানে আনন্দধ্বনি জাগাও গগনে