তুলাতুলিস্থ সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল বিজয়কেতন বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। তিনি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলম তুলে দেন।
কাউন্সিলর মোরশেদ আলম বলেন, প্রতিভা মেধা থাকা সত্ত্বেও সাধ্য-সামর্র্থ বা নানা প্রতিকূলতার কারণে থেমে যেতে হয় সুবিধা বঞ্চিত শিশুদের। কিন্তু সহযোগিতা পেলে সুবিধা বঞ্চিত শিশুরা প্রমাণ করবে তাদের যোগ্যতা। এসব অবহেলিত শিশুদের পাশে সরকারের পাশাপাশি আমাদেরও দাঁড়ানো নৈতিক দায়িত্ব। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আক্তারের সভাপতিত্বে ও মেহেরুন্নেসা জেসীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন এম.মনিরুজ্জামান, হোসাইনোর রহমান, সাইয়েদা শিরিন মোস্তফা, মাসুম বিল্লাহ, ইমতিয়াজ আরাফাত, আনোয়ারা আলম, নুর নাহার ফুলু, কামরুন্নাহার রেখা, আনিকা তাসনিম, মোরশেদা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।