বিজ্ঞান চর্চায় শিশুদের উদ্বুদ্ধ করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে

ইস্পাহানি স্কুলে মুনীর চৌধুরী

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মোবাইল ও ইন্টারনেট আসক্তি থেকে মুক্ত করে পড়াশোনা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শুধুমাত্র বৈষয়িক জ্ঞান অর্জন করে বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী বা সরকারি কর্মকর্তা হওয়া জ্ঞান অর্জনের সার্থকতা নয়। জ্ঞান অর্জনের সমান্তরালে জীবনের প্রারম্ভে সৎ ও নৈতিক জীবন-যাপন তাদের অনুশীলন করাতে হবে। প্রতিটি বাসা বাড়িতে পিতা-মাতাকে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হতে হবে সততা ও শুদ্ধতার বাস্তব মডেল।
শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত বিজ্ঞান বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা বৈজ্ঞানিক উদ্ভাবন, প্রতিযোগিতাসহ বহুমাত্রিক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মননে ও চেতনায় বিজ্ঞান মনস্কতাকে অনুপ্রাণিত করা হচ্ছে।
মোহাম্মাদ মুনীর চৌধুরী গতকাল ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষকদের জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় এ বক্তব্য রাখেন। এর আগে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী নবনির্মিত ইস্পাহানি স্কুল এন্ড কলেজের ভবন এবং জীববিজ্ঞান, রসায়ন, তথ্য প্রযুক্তি এবং পদার্থবিজ্ঞানের বিজ্ঞানাগার সরেজমিনে পরিদর্শন করেন। এসব বিজ্ঞানাগারের আধুনিকীকরণে বিজ্ঞান জাদুঘরের আর্থিক সহায়তা প্রদানেরও তিনি আশ্বাস প্রদান করেন।
এদিকে লালখান বাজারের ইসলামাবাদ বালিকা সদন নামক এতিমখানার পাঠদান প্রক্রিয়া এবং বিজ্ঞানাগারও সরেজমিনে পরিদর্শন করেন মুনীর চৌধুরী। এসম তিনি এতিমখানার ২০০ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জাদুঘরের পক্ষ থেকে আকর্ষণীয় স্মারক উপহার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাল পাতার জন্য স্থাপিত বাঁশ ধ্বংস ও বড়শি উদ্ধার
পরবর্তী নিবন্ধশিবিরের ২৬ নেতাকর্মীর রিমান্ড চেয়ে আবেদন