জাল পাতার জন্য স্থাপিত বাঁশ ধ্বংস ও বড়শি উদ্ধার

হালদায় অভিযান

হালদায় অভিযান | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

হালদায় অভিযান
হালদায় গতকাল রোববার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। নদীর মোহনার দক্ষিণ পাশে দীর্ঘ এলাকা জুড়ে ঘেরা জাল বসানোর জন্য স্থাপিত প্রায় ৭০/৮০টি বাঁশ কেটে ধ্বংস করা হয়েছে। তাছাড়া নদী থেকে মাছ শিকারের সময় ২৫ টি বড়শি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। অভিযানকালে নদীতে কোন জাল পাওয়া যায়নি। সূত্রে জানা যায়, দুপুরে নৌ পুলিশের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে হালদা নদীর মোহনায় ঘেরা জালের জন্য স্থাপিত বাঁশ কেটে ধ্বংস করা হয়। অভিযানে বড়শি দিয়ে মাছ শিকারের সময় ২৫টি বড়শি উদ্ধারপূর্বক ধ্বংস করা হয়। হালদা নদীতে ও মোহনায় কোন ধরনের জাল পাতানো অবস্থায় পাওয়া যায়নি। নদীর মোহনায় চলমান ড্রেজিং কার্যক্রমের কারণে ভলগেটের মাধ্যমে বালু পরিবহনের কাজ রাতের বেলায় চালানো যাবেনা বলে সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নৌ পুলিশের পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ২৮ তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধবিজ্ঞান চর্চায় শিশুদের উদ্বুদ্ধ করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে